
প্লাটিনাম অফার কার্ড
ইত্তেহাদ এয়ার ট্রাভেলস থেকে হজ্ব-উমরা প্যাকেজ বাকিং। বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং ও আন্তজাতিক ও অভ্যন্তরিন সকল টিকেট ক্রয়য়ের উপর ৫% ছাড় পেতে আজই আজই আপানার নাম ও ছবি যুক্ত প্লাটিনাম কার্ড সংগ্রহ করুন।
প্লাটিনাম কার্ড সংগ্রহের নিয়মাবলী।
*বাংলাদেশের যে কোন নাগরিক এই কার্ডটি সংগ্রহ করতে পারবেন।
* অফার কার্ডটি সংগ্রহ করতে গুগল ফরমে আবেদন করুন, মনে রাখবেন আপনার এক কপি ছবি ও যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করে, বিকাশের মাধ্যমে এক হাজার টাকা জমা দিয়ে নিজের ছবি ও নাম সম্বিলিত প্লাটিনাম কার্ড সংগ্রহ করতে পারবেন।
* প্লাটিনাম কার্ডটি ইস্যু হয়ে গেলে, আমাদের প্রতিনিধিগণ আপনার ঠিকানায় প্লাটিনাম কার্ড পৌঁছে দিবে।
* প্লাটিনাম কার্ড একটিভ হওয়ার পর, ইত্তেহাদ এয়ার ট্রাভেলসের সকল প্যাকেজের উপর ৫% ছাড় পাবেন।
* আপনি মনে রাখবেন, হজ ও ওমরা, ভিসা প্রসেসিং, আন্তর্জাতিক ও ডোমেস্টিক এয়ার টিকেট আমাদের মাধ্যমে ক্রয় করলে, এবং হজ্ব ওমরা প্যাকেজ বুকিং দিলে আমরা প্লাটিনাম কার্ড গ্রাহকদের ৫% ডিসকাউন্ট দিয়ে থাকে।
* একটি প্লাটিনাম কার্ড দিয়ে শুধুমাত্র একজনকেই ৫% কমিশন দেওয়া হয়ে থাকে।
* নিয়মিত দুই বৎসর আমাদের সাথে হজ ওমরাহ পালন করে থাকলে বিনামূল্যে প্লাটিনাম কার্ড দেওয়া হবে।
* প্লাটিনাম কার্ড হারিয়ে গেলে তাৎক্ষণাৎ আমাদের অফিসে যোগাযোগ করুন।
ইত্তেহাদ এয়ার ট্রাভেলস সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশের শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে হজ্ব ওমরা প্যাকেজ পরিচালনা করে থাকি। মক্কা ও মদিনায় কাছাকাছি উন্নত মানের হোটেলে অবসানের পাশাপাশি দেশীয় বাবুর্চির মাধ্যমে উন্নত ও মানসম্মত খাবার প্রদানে আমরা আশাবাদী। ইত্তেহাদ এয়ার ট্রাভেলস এর সাথেই থাকুন।






