نحمده ونصلي على رسوله الكريم. اما بعد

اعوذ بالله من الشيطان الرجيم

بسم الله الرحمن الرحيم

মুহতারাম ! আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

ইত্তেহাদ এয়ার ট্রাভেলস বাংলাদেশ সরকার অনুমোদিত একটি ট্রাভেল এজেন্সি। ২০১৭ সাল থেকেই যার কার্যক্রম শুরু হয়, শুরু লগ্ন থেকেই আমি এই এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশের টিকেট ও ভিসা প্রসেসিং করেছি এবং পবিত্র ওমরা পালন করেছি। আলহামদুলিল্লাহ তাদের ব্যবস্থাপনা ও কার্যক্রম সবকিছুই সুন্দরভাবে পরিচালিত হয়েছে।

ইত্তেহাদ এয়ার ট্রাভেলস এর পরিচালক আমার জামাতা মাওলানা নূরে আলম সিদ্দিকীর ব্যবস্থাপনায় এক ঝাঁক তরুণ মেধাবী দক্ষ আলেমদের সমন্বয়ে হজ ওমরার পাশাপাশি, বিভিন্ন দেশের ভিসা ও টিকিট প্রসেসিং এর কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে করে আসছেন।

আমি অত্র প্রতিষ্ঠানের সকল কে বলবো সততা ও দক্ষতা এবং এখলাসের সাথে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে। এবং সর্বদা অন্তরে মানুষের প্রতি ভালোবাসা ও মহব্বত এবং একরামের নিয়ত রাখতে হবে। পরিশেষে আমি সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি, মহান আল্লাহ তায়ালা সকলকে কবুল করুন।

মাওলানা জুনায়েদ আল হাবীব
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল : জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুম, ঢাকা।