আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

ইত্তেহাদ এয়ার ট্রাভেলস ২০১৭ সাল থেকেই যার কার্যক্রম শুরু হয়, শুরু লগ্ন থেকেই ইত্তেহাদ এয়ার ট্রাভেলস এর পরিচালক খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব সাহেব-এর জামাতা মাওলানা নূরে আলম সিদ্দিকী এর পরিচয়। এবং ইত্তেহাদ এয়ার ট্রাভেলস ও ইত্তেহাদ মিডিয়া এর উদ্ভোধনীয় অনুষ্ঠানে আমি অংশগ্রহন করি। আলহামদুলিল্লাহ তাদের ব্যবস্থাপনা ও কার্যক্রম সবকিছুই সুন্দরভাবে পরিচালিত হয়েছে। আমার সাথে নিয়মিত যোগাযোগ ও পরামর্শ নেন তিনি। নিয়মিত ইত্তেহাদ মিডিয়ায় আমার ধারাবহিক বেশ কায়েকটি কলাম প্রকাশিত হয়। পাশাপাশি তিনি মাসিক নতুন ডাক পত্রিকার সম্পাদক হিসেবে দক্ষ্যতার সাথে কাজ করেন।

আমি যেনে অত্যান্ত খুশি হই যে, এক ঝাঁক তরুণ মেধাবী দক্ষ আলেমদের সমন্বয়ে হজ ওমরার পাশাপাশি, বিভিন্ন দেশের ভিসা ও টিকিট প্রসেসিং এর কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে করে আসছেন। আমি অত্র প্রতিষ্ঠানের সকল কে বলবো সততা ও দক্ষতা এবং এখলাসের সাথে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে। এবং সর্বদা অন্তরে মানুষের প্রতি ভালোবাসা ও মহব্বত এবং একরামের নিয়ত রাখতে হবে। পরিশেষে আমি সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি, মহান আল্লাহ তায়ালা সকলকে কবুল করুন।

মাওলানা উবায়দুর রহমান খান নদভী

বেফাকুল মাদরিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মহা পরিচালক ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক, দার্শনিক বক্তা, সমাজকর্মীশিক্ষক, খতিব, সাংবাদিক।