সৌদি সরকার মাহরাম ছাড়াই নারীদের হজ্জ ও উমরাহ করার অনুমতি দিচ্ছে। অর্থাৎ এখন থেকে ভিসা নেবার সময় মাহরামের তথ্য দেবার প্রয়োজন নাই!
কিন্ত মাহরাম ছাড়া যেকোন সফরের ব্যাপারে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সেই নিষেধ অমান্য করে সৌদি সরকারের অনুমতির ভিত্তিতে কেও যদি মাহরাম ছাড়া হজ্জ বা উমরাহ করেন তাহলে কি সেটা গ্রহণযোগ্য হবে?
তার হজ্জ বিশুদ্ধ হবে। কিন্তু মাহরাম ছাড়া সফর করা হারাম এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানী। কেননা তিনি বলেন, “নারী কোনো মাহরাম ছাড়া যেন সফর না করে।”[বুখারী]
অতএব, নারীর ওপর ওয়াজিব হচ্ছে আল্লাহকে ভয় করা এবং কোনো মাহরাম ছাড়া কখনো সফরে বের না হওয়া। অভিভাবক পুরুষদের ওপরও ওয়াজিব হচ্ছে, হজ্জে তাদের নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করা, নারীদের ব্যাপারে উদাসীনতার পরিচয় না দেওয়া, নিজেদের আত্মসম্ভ্রম রক্ষা করা। প্রত্যেকে তার পরিবার সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে।
[ফাতাওয়া আরকানুল ইসলাম]







