প্রাকৃতিক রূপলাবণ্যে ভরপুর থাইল্যান্ড (Thailand) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি পর্যটন বান্ধব দেশ। আর বাজেট ট্রাভেলারদের কাছে থাইল্যান্ডের জনপ্রিয়তা অনেক বেশী। তাই ভ্রমণের এই স্বর্গরাজ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণকারীরা ছুটে যান। আমাদের অতিথি লেখক হাসান ফেরদৌস থাইল্যান্ড ঘুরে এসে নিজ জবানীতে জানাচ্ছেন তার থাইল্যান্ড ভ্রমণের আদ্যোপান্ত।
আমি ভ্রমণপ্রিয় মানুষ। বছরে অন্তত একটা ট্যুর না দিলে শরীর কেমন যেন ম্যাজম্যাজ করে। অথচ প্রায় ২ বছর হয়ে গেল নানা ঝামেলায় কোথাও যাওয়া হচ্ছিলো না। হঠাৎ করে চোখে পড়লো থাই লাওন এয়ারের অফার, মাত্র ১১,৭০০ টাকায় ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট! কোন কিছু না ভেবেই আগষ্ট মাসের ১৫-২০ তারিখে টিকিট কেটে ফেললাম। যদিও পিক মৌসুমের জন্য প্রতি টিকেট কাটতে ১৩০০০ টাকা খরচ হলো। টিকিট তো হলো, কিন্তু ট্যুর প্ল্যান বা ভিসা কোনটাই তখনো ঠিক করিনি। ফার্স্ট থিংস ফার্স্ট, ভিসার জন্য কাগজপত্র রেডি করে নিজে নিজেই জমা দিলাম। আগোডা-তে হোটেল বুক করে সেটার কপি জমা দিলাম। ৩ দিনের মাথায় ভিসা পেয়ে গেলাম। এবার ফেসবুক, ব্লগ, ভ্লগ, ইউটিউব দেখে দেখে বেসিক আইডিয়া নিয়ে ৫ দিনের ট্যুর প্ল্যান সাজিয়ে ফেললাম। এরপরেও ট্যুর প্ল্যানে নানা পরিবর্তন হতে থাকলো। ১৫ তারিখের অপেক্ষা করতে লাগলাম। অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোটামুটি প্রয়োজনীয় সবকিছুর টিকেট কিনে ফেলি তাই শুধুমাত্র খাওয়া, যাতায়াত আর শপিং এর জন্য ১৩০০ বাথ আর ৩০০ ডলার সাথে নিলাম।