সম্মানিত উমরা যাত্রীগন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ!

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ওমরাহ্ যাত্রীদের আরও উন্নত সেবা প্রদানের প্রত্যাশা নিয়ে চাহিদা মোতাবেক কম খরচে স্বল্প সময়ে ওমরাহ্ ভিসা, টিকেট প্যাকেজের কার্যক্রম আরম্ভ করেছি। আজই আপনার পছন্দের প্যাকেজটি বুুকিং দিয়ে আপনার উমরা যাত্রা নিশ্চিত করুন।

উমরাহ পালনের জন্য নিবন্ধন করতে যা যা প্রয়োজন

  • ভিসা প্রসেসিং এর জন্য এম.আর.পি অথবা ই-পাসপোর্ট নূন্যতম ০৬ মাস মেয়াদ থাকতে হবে।

  • ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে (ব্যাক রাউন্ড সাদা)

  • সৌদি সরকার অনুমদিত ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মর্ডানা, জনসন-এর যে কোন টিকার ২ ডোজ কমপ্লিট থাকতে হবে।

  • নিচের রেজিস্ট্রিশন ফরমটি ফিলাপ করে পঞ্চাশ হাজার টাকা সহ আমারদের অফিসে প্রেরণ করুন।

  • উমরা সংক্রান্ত যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।

  • প্রয়োজনে  : 01716-222384

আপনি মনে রাখবেন!

  • সম্মানিত হজ্ব/উমরা যাত্রীগণ আল্লাহ তাআলার বিশেষ মেহমান, তাই আল্লাহর মেহমানদের পরিপূর্ণ সর্বাত্মক সেবা ও খেদমত করাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

  • হজ্ব/উমরা পালন করাটা মহান আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহ ছাড়া পালন করা কোনভাবেই সম্ভব নয়। এজন্য আল্লাহর দরবারে বিশেষভাবে দুআ ও মুনাজাতের মাধ্যমে হজ্ব ও উমরা আদায়ের সৌভাগ্য অর্জনের আপ্রাণ চেষ্টা অবশ্যই করা উচিত।

  • ইত্তেহাদ এয়ার ট্রাভেলস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি বৈধ ট্রাভেলস এজেন্সী, তাই সম্মানিত আল্লাহর মেহমানদের এ ব্যাপারে কোন প্রকার ধোকা ও প্রতারিত সুযোগ নেই।

  • ইত্তেহাদ এয়ার ট্রাভেলস এর পক্ষ থেকে সম্মানিত হজ্ব/উমরা যাত্রীদের সুবিধার্থে নগদ/এককালীন/মাসিক কিস্তির মাধ্যমে হজ্ব/উমরা আদায়ের বিশেষ সুবিধা রয়েছে।

  • ইত্তেহাদ এয়ার ট্রাভেলস এর মাধ্যমে কোন সম্মানিত যাত্রীগণ হজ্ব/উমরা আদায় করতে চাইলে তাকে অবশ্যই বৈধ বাংলাদেশী পাসপোর্ট (যার মেয়াদ নি¤েœাক্ত ছয় মাস থাকতে হবে) এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম-নিবন্ধনের কপি জমা দিতে হবে।া আপনি নগদ কিংবা কিস্তিতে টাকা পরিশোধ করে হজ্ব/উমরা করতে চাইলে সরাসরি কিংবা বৈধ প্রতিনিধি বা নমিনির মাধ্যমে আমাদের অফিসে কিংবা আমাদের ব্যাংক একাউন্টে টাকা পরিশোধ করে মানি রসিদ সংগ্রহ করিবেন।

  • মানি রসিদ ছাড়া কোন সম্মানিত হজ্ব/উমরা যাত্রীগণ অর্থ লেনদেন করে প্রতারিত হলে ইত্তেহাদ এয়ার ট্রাভেলস কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।

  • কোন সম্মানিত হজ্ব/উমরা যাত্রীগণ এককালীন টাকা পরিশোধ করতে সক্ষম না হলে এর পরিবর্তে, কিস্তির সুবিধা ভোগ করতে চাইলে নির্দিষ্ট সময়ে প্রতি মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে টাকা পরিশোধ করিতে হবে।

  • কোন সম্মানিত হজ্ব/উমরা যাত্রীগণ কিস্তির টাকা কোন মাসে পরিশোধ করিলে ব্যর্থ হলে পরবর্তী নির্ধারিত সময়ের টাকার সাথে অবশ্যই পরিশোধ করিতে হবে। কিস্তির সম্পূর্ণ টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত হজ্ব/উমরা পালনে যাওয়া যাবে না।

  • কোন হজ্ব/উমরা যাত্রী কিস্তির সুবিধা চলাকালীন সময়ে মৃত্যুবরণ করিলে তার মনোনীত নমিনির সিন্ধান্ত অনুযায়ী ইত্তেহাদ এয়ার ট্রাভেলস কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন। তবে নমিনি ইচ্ছা করলে মৃত ব্যক্তির জমাকৃত সম্পূর্ণ টাকা উত্তোলন করিতে পরিবেন, অথবা মৃত ব্যক্তির অবশিষ্ট কিস্তি পরিশোধ করে নিজে অথবা পরিবারের যে কোন সদস্য হজ্ব/উমরা পালন করিতে পারিবেন।

  • আপনি মনে রাখবেন ইত্তেহাদ এয়ার ট্রাভেলস দেশের র্শীষ আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত হয়, তাই কোন সুদ, ঘুষ কিংবা অবৈধ টাকার মাধ্যমে হজ্ব/উমরা আদায় করা যাবেনা। উক্ত টাকার মাধ্যমে হজ্ব/উমরা পালন করলে মহান আল্লাহ অসন্তুষ্ট হওয়ার পাশাপাশি আপনার হজ্ব/উমরাও কবুল করিবেন না।

  • ইত্তেহাদ এয়ার ট্রাভেলস কর্তৃপক্ষ সর্বদা আপনার মঙ্গল কামনা করে বিধায়, উপরোক্ত সকল সুবিধা প্রদান এবং সুন্দর, স্বচ্ছ হজ্ব/উমরা পালনে আপনার সার্বিক সর্বাত্তক সহযোগিতা করিবে। ইনশাআল্লাহ।