সম্মানিত হজ্জ-ওমরাহ যাত্রীগণ!‘

ইত্তেহাদ এয়ার ট্রাভেলস’ -এর পক্ষ থেকে আপনাদের পবিত্র হজ্জ-ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ‘ইত্তেহাদ এয়ার ট্রাভেলস’ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশী হজ্জ-ওমরাহ যাত্রীগণের খিদমতে নিবেদিত একটি বিশস্ত প্রতিষ্ঠান। আমরা সম্মানিত হাজী সাহেবদের উন্নত সেবা নিশ্চিত করার জন্য প্যাকেজ প্রোগ্রাম করে থাকি। বর্তমানে যা রাজকিয় সৌদি সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাধ্যতামূলক করা হয়েছে। আল্লাহর মেহমানদেরকে উন্নত মানের সেবা প্রদানের মাধ্যমে নির্বিঘে ইবাদতের সুযোগ করে দেয়াই আমাদের মূল লক্ষ।

দীর্ঘ অভিজ্ঞতার আলোকে হাজী সাহেবগণের নিশ্চিন্তে ইবাদতের সুবিধার্থে যাবতীয় আরকান-আহকাম সঠিক ও সহজভাবে আদায়ের জন্য আমরা এ বৎসর বিশেষ প্যাকেজ প্রোগ্রামের আয়োজন করেছি। আপনার সুবিধা মত যে কোন প্যাকেজে বুকিং দিয়ে সুষ্ঠ ও সঠিকভাবে পবিত্র হজ্জ-ওমরাহ আদায়ের সুযোগ নিতে পারেন। আপনাদের সহযোগিতায় আমরা সব সময় নিয়োজিত। আল্লাহ আমাদের সহায় হোন। আমিন!

চিরায়ত বাংলার অনিন্দ্য-রূপ ও সৌন্দর্যকে ভিত্তি করে পর্যটন খাতের মাধ্যমে অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধ করা এবং বিমান পরিবহন সংস্থাকে আধুনিকায়ন করা ও গ্রাহক সেবা প্রদান ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

  • এ উদ্দেশ্য বাস্তবায়নে মন্ত্রণালয় কয়েকটি সুনির্দিষ্ট অভিলক্ষ্য নির্ধারণ করেছেঃ

  • ক) এ মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে পর্যটন শিল্পের মাধ্যমে তুলে ধরা;

  • খ) পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য উপযুক্ত ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলা;

  • গ) পর্যটন শিল্পকে সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে গড়ে তোলা;

  • ঘ) বাংলাদেশের পর্যটন আকর্ষণসমূহকে বিশ্বব্যাপী প্রচার এবং একে বিশ্ব দরবারে একটি ‘পর্যটন গন্তব্য’ হিসেবে প্রতিষ্ঠা করা;

  • ঙ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মাধ্যমে বিদেশে বাংলাদেশের কান্ট্রি ব্রান্ডিং করা;

  • চ) প্রতিযোগিতামূলক এভিয়েশন বানিজ্যে টিকে থাকার জন্য বিমানকে দক্ষ, গতিশীল ও বানিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা;

  • ছ) একটি উন্নততর ও সমৃদ্ধ দেশ, সর্বোপরি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে এ মন্ত্রণালয়ের অংশগ্রহণ নিশ্চিত করা।

আপনি মনে রাখবেন!

  • সম্মানিত হজ্ব/উমরা যাত্রীগণ আল্লাহ তাআলার বিশেষ মেহমান, তাই আল্লাহর মেহমানদের পরিপূর্ণ সর্বাত্মক সেবা ও খেদমত করাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

  • হজ্ব/উমরা পালন করাটা মহান আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহ ছাড়া পালন করা কোনভাবেই সম্ভব নয়। এজন্য আল্লাহর দরবারে বিশেষভাবে দুআ ও মুনাজাতের মাধ্যমে হজ্ব ও উমরা আদায়ের সৌভাগ্য অর্জনের আপ্রাণ চেষ্টা অবশ্যই করা উচিত।

  • ইত্তেহাদ এয়ার ট্রাভেলস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি বৈধ ট্রাভেলস এজেন্সী, তাই সম্মানিত আল্লাহর মেহমানদের এ ব্যাপারে কোন প্রকার ধোকা ও প্রতারিত সুযোগ নেই।

  • ইত্তেহাদ এয়ার ট্রাভেলস এর পক্ষ থেকে সম্মানিত হজ্ব/উমরা যাত্রীদের সুবিধার্থে নগদ/এককালীন/মাসিক কিস্তির মাধ্যমে হজ্ব/উমরা আদায়ের বিশেষ সুবিধা রয়েছে।

  • ইত্তেহাদ এয়ার ট্রাভেলস এর মাধ্যমে কোন সম্মানিত যাত্রীগণ হজ্ব/উমরা আদায় করতে চাইলে তাকে অবশ্যই বৈধ বাংলাদেশী পাসপোর্ট (যার মেয়াদ নি¤েœাক্ত ছয় মাস থাকতে হবে) এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম-নিবন্ধনের কপি জমা দিতে হবে।া আপনি নগদ কিংবা কিস্তিতে টাকা পরিশোধ করে হজ্ব/উমরা করতে চাইলে সরাসরি কিংবা বৈধ প্রতিনিধি বা নমিনির মাধ্যমে আমাদের অফিসে কিংবা আমাদের ব্যাংক একাউন্টে টাকা পরিশোধ করে মানি রসিদ সংগ্রহ করিবেন।

  • মানি রসিদ ছাড়া কোন সম্মানিত হজ্ব/উমরা যাত্রীগণ অর্থ লেনদেন করে প্রতারিত হলে ইত্তেহাদ এয়ার ট্রাভেলস কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।

  • কোন সম্মানিত হজ্ব/উমরা যাত্রীগণ এককালীন টাকা পরিশোধ করতে সক্ষম না হলে এর পরিবর্তে, কিস্তির সুবিধা ভোগ করতে চাইলে নির্দিষ্ট সময়ে প্রতি মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে টাকা পরিশোধ করিতে হবে।

  • কোন সম্মানিত হজ্ব/উমরা যাত্রীগণ কিস্তির টাকা কোন মাসে পরিশোধ করিলে ব্যর্থ হলে পরবর্তী নির্ধারিত সময়ের টাকার সাথে অবশ্যই পরিশোধ করিতে হবে। কিস্তির সম্পূর্ণ টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত হজ্ব/উমরা পালনে যাওয়া যাবে না।

  • কোন হজ্ব/উমরা যাত্রী কিস্তির সুবিধা চলাকালীন সময়ে মৃত্যুবরণ করিলে তার মনোনীত নমিনির সিন্ধান্ত অনুযায়ী ইত্তেহাদ এয়ার ট্রাভেলস কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন। তবে নমিনি ইচ্ছা করলে মৃত ব্যক্তির জমাকৃত সম্পূর্ণ টাকা উত্তোলন করিতে পরিবেন, অথবা মৃত ব্যক্তির অবশিষ্ট কিস্তি পরিশোধ করে নিজে অথবা পরিবারের যে কোন সদস্য হজ্ব/উমরা পালন করিতে পারিবেন।

  • আপনি মনে রাখবেন ইত্তেহাদ এয়ার ট্রাভেলস দেশের র্শীষ আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত হয়, তাই কোন সুদ, ঘুষ কিংবা অবৈধ টাকার মাধ্যমে হজ্ব/উমরা আদায় করা যাবেনা। উক্ত টাকার মাধ্যমে হজ্ব/উমরা পালন করলে মহান আল্লাহ অসন্তুষ্ট হওয়ার পাশাপাশি আপনার হজ্ব/উমরাও কবুল করিবেন না।

  • ইত্তেহাদ এয়ার ট্রাভেলস কর্তৃপক্ষ সর্বদা আপনার মঙ্গল কামনা করে বিধায়, উপরোক্ত সকল সুবিধা প্রদান এবং সুন্দর, স্বচ্ছ হজ্ব/উমরা পালনে আপনার সার্বিক সর্বাত্তক সহযোগিতা করিবে। ইনশাআল্লাহ।