নিজস্ব প্রতিনিধি : গত ১০ই ডিসেম্বর ২০২৩ইং (রবিবার), ডিএমপি কমিশনারের কার্যালয়ে, ডিএমপি কমিশনার জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম(বার), অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) জনাব হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম(বার), এবং অতিরিক্ত কমিশনার জনাব এ. কে. এম. হাফিজ আক্তার, বিপিএম (বার), এর সাথে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর মহাসচিব জনাব আবদুস সালাম আরেফের উদ্যোগে এবং আটাব সহ সভাপতি জনাবা আফসিয়া জান্নাত সালেহ এর নেতৃত্বে ডিএমপি কার্যালয়ে একটি নির্ধারিত বৈঠক অনুষ্টিত হয়।

ডিএমপি কমিশনার জনাব হাবিবুর রহমান-এর সাথে আটাব মহাসচিব জনাব আবদুস সালাম আরেফ এবং আটাব সহ সভাপতি জনাবা আফসিয়া জান্নাত সালেহ

চলমান আটাব সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয। এর মধ্যে আটাব সদস্যদের পুলিশ সহযোগিতা প্রাপ্তি সহজিকরণ, সাময়িক সময়ের জন্য পাসপোর্ট সংরক্ষণ করা, আটাব থেকে অবৈধ সিভিল এভিয়েশন লাইসেন্সবিহীন ট্রাভেল এজেন্সি উচ্ছেদ, অনলাইনে এয়ারলাইন্সের টিকেট ও ট্যুর প্যাকেজের নামে বিভিন্ন প্রতারনামূলক বিজ্ঞাপন, আটাব সদস্যদের অযথা পুলিশ হয়রানিসহ আরো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উক্ত আলোচনায় ডিএমপি কমিশনার জনাব হাবিবুর রহমান উক্ত সকল বিষয়ে যথাযথ পদক্ষেপ নিবেন, এবং আগামী দিনে যে কোন সহযোগীতায় পাশে থাকবেন বলে জানিয়েছেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন আটাবের যুগ্ম-মহাসচিব জনাব মোহাম্মদ আবদুল হামিদ, উপ-মহাসচিব জনাব গোলাম মাহমুদ ভুঁইয়া মানিক, সাংস্কৃতিক সচিব জনাব মোহাম্মদ তোয়াহা চৌধুরী, জনসংযোগ সচিব জনাব আতিকুর রহমান প্রমুখ।