ওমরাহ যাত্রীদের বিমান ভাড়া কমানোর জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেনের সঙ্গে বৈঠক করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।ঞ
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এ বৈঠক হয়। ওমরাহ যাত্রীদের বিমান ভাড়া কমানোর অনুরোধ জানিয়ে হাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে একটি চিঠি হস্তান্তর করেন সংগঠটির সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম এবং হাবের মহাসচিব ফারুক আহমদ সরদার উপস্থিত ছিলেন।
বৈঠক প্রসঙ্গে হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম বলেন, ‘বয়সের কারণে অনেকেই হজ করতে পারেননি। তাদের অধিকাংশই ওমরাহ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবার বিপুল সংখ্যক ওমরাহ যাত্রী আছেন। কিন্তু, বিমান অতিরিক্ত ভাড়া নির্ধারণ করায় অন্যান্য এয়ারলাইন্সও ভাড়া বাড়িয়েছে। ফলে, ধর্মপ্রাণ মুসলমানরা ওমরাহ করতে সৌদি আরবে যেতে পারছেন না। আমরা বিমান মন্ত্রণালয়কে বলেছি, আপনারা বিমানের ভাড়া কমালে অন্যান্য এয়ারলাইন্সও ভাড়া কমাতে বাধ্য হবে। আশা করছি, বিপুল সংখ্যক ওমরাহ যাত্রীর সুবিধার্থে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে।’







