নিজস্ব প্রতিবেদক : বেসরকারি হজ ব্যবস্থাপনার যৌথ উদ্দোগে দুয়ুফুর রহমান হজ্ব কাফেলার আয়োজনে পবিত্র হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ২৫ মে ২০২৪ রাজধানীর পুরানা পল্টন কালভার্ট রোডে অবস্থিত ওয়েস্টান রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ কর্মশালায় চলতি বছর হজ পালনে আগ্রহী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

ধারাবাহিক ভাবে প্রাণবস্ত আলোচনা করেন, বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব, লেখক গবেষক, ইসলামিক ফাউন্ডেশনের দীর্ঘ ১০ বছরের হজ প্রশিক্ষক হযরত মাওলানা গাজী সানাউল্লাহ রহমানি সাহেব।

ধারাবাহিক ভাবে প্রাণবস্ত আলোচনা করেন, বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব, লেখক গবেষক, মাওলানা গাজী সানাউল্লাহ রহমানি সাহেব।

প্রশিক্ষণ কর্মশালায় প্রায় চার ঘন্টাব্যাপী হজের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক বর্ণনা এবং প্রশ্নের উত্তর দেয়া হয়। ‘তালবিয়া কীভাবে হজের প্রাণ’ শীর্ষক বিষয়ের ওপর ধারাবাহিক ভাবে প্রাণবস্ত আলোচনা করেন, বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব, লেখক গবেষক, ইসলামিক ফাউন্ডেশনের দীর্ঘ ১০ বছরের হজ প্রশিক্ষক হযরত মাওলানা গাজী সানাউল্লাহ রহমানি সাহেব।

হজ পালনের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচানা করেন, জামিয়াতু আম্মার ইবনে ইয়াসির রা. প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও আম্মার এয়ার ট্রাভেলস-এর পরিচালক মাওলানা আবদুল্লাহ মীর। মাওলানা ওয়াছিউর রহমান সাহেব, মাওলানা মাহবুবুল হক জিলানী, মাওলানা আলী নূর ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।

আলোচনা করছেন, ইত্তেহাদ এয়ার ট্রাভেলস-এর পরিচালক ও মুনাজ্জেম মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী

ইত্তেহাদ এয়ার ট্রাভেলস-এর পরিচালক মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী এর পরিচালনায় এবং হাফেজ মাওলানা মুহিবুল্লাহ মীর-এর কুরআন তিলাওয়াতের মাধ্যমে হজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস ও শাইখুত তাফসির মাওলানা খুরশিদ আলম কাসেমী দা.বা.।

উপস্থিত সম্মানিত হাজী সাহেবদের একাংশ

এসময় হজযাত্রীরা জানান, এই প্রশিক্ষণের ফলে তারা অনেক নতুন বিষয় জানতে পেরেছেন। এর মাধ্যমে হজ পালন সহজ হবে বলে মনে করছেন তারা। এসময় সকল হজ্বযাত্রীগণ উপস্থিত উলামায়ে কেরামদের আলোচানায় সন্তুষ্ট হন। এবং দুয়ুফূর রহমান হজ্ব কাফেলা-এর জন্য দুআ করেন।

ইত্তেহাদ এয়ার ট্রাভেলস-এর পরিচালক ও মুনাজ্জেম মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী জানান, তারা প্রতি বছরই হজযাত্রীদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকেন। তিনি বলেন, অনেক হজযাত্রী আছেন নতুন। অনেকের বুঝতে সমস্যা হয়। এজন্য আমরা হাতেকলমে তাদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি। আমরা হজযাত্রীদের সুবিধার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। হজের পুরো সময়টাই আমরা আল্লাহর ঘরের মেহমানদের সর্বোচ্চ খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করে থাকি।

উপস্থিত সম্মানিত হাজী সাহেবদের একাংশ

হজ প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রজেক্টরের মাধ্যমে হজ্বের আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ ভিডিও উপস্থাপন করা হয়।

রোড টু মক্কা শরীফ এবং হাজীদের হজ্জ ক্যাম্পে উপস্থিতসহ বিভিন্ন বিষয়ে ইকো ট্রাভেলস এর সম্মানিত পরিচালক মুহাম্মদ আবু বকর সিদ্দিক তার আলোচনায় বলেন, হজের সার্বিক দিকনির্দেশনার প্রদানের জন্য আমরা হজযাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। যারা এর আগে হজ বা ওমরা পালন করেননি তারা সৌদিআরবের নিয়ম কানুন সর্ম্পকে জানেন না। তাই হজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ সব বিষয়ে হজযাত্রীদের ধারণা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। এবং সর্বদা আমরা এ বিষয়ে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছি।

উপস্থিত সম্মানিত হাজী সাহেবদের একাংশ

প্রধান অতিথি হিসেবে আলোচনায় শাইখুল হাদিস ও শাইখুত তাফসির মাওলানা খুরশিদ আলম কাসেমী দা.বা. বলেন, দুয়ুফুর রহমান হজ্ব কাফেলার উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মাশালার আয়োজনকে আমি ধন্যবাদ জানাই। এসময় তিনি হজ যাত্রীদের বিভিন্ন বিষের উপর আলোচনা করে বলেন, হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গেই আদায় করা। বিনা ওজরে বিলম্ব করা অনুচিত। বিলম্বের কারণে গুনাহ হবে। এ ছাড়া যেকোনো সময় মানুষের জীবনে অসুখ-বিসুখ, বিপদ, এমনকি মৃত্যুর ডাকও এসে যেতে পারে। এই মহাসৌভাগ্য চিরদিনের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে। হজ ফরজ হওয়ার পর বিলম্বের কারণে সামর্থ্য হারিয়ে ফেললে বা মৃত্যু হয়ে গেলে আল্লাহর দরবারে ভীষণ অপরাধী হিসেবে হাজির হতে হবে।

অনুষ্ঠানে দুআ ও মুনাজাত করেন, শাইখুল হাদিস ও শাইখুত তাফসির মাওলানা খুরশিদ আলম কাসেমী দা.বা.

হজ পালনের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জামিয়াতু আম্মার ইবনে ইয়াসির রা. প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও আম্মার এয়ার ট্রাভেলস-এর পরিচালক মাওলানা আবদুল্লাহ মীর বলেন, এসময়ে তিনি আরো বলেন, এ জন্যই হাদিসে যথাসময়ে হজ পালনের তাকিদ দেওয়া হয়েছে। বিশিষ্ট সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি হজ করার ইচ্ছে করেছে, সে যেন তাড়াতাড়ি তা আদায় করে নেয়। কারণ, যেকোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে বা বাহনের ব্যবস্থা না থাকতে পারে অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে।

এজেন্সির সম্মানিত সকল পরিচালকগন গুরুত্বপূর্ণ আলোচনা করেন

দুয়ুফুর রহমান হজ্ব কাফেলার আয়োজনে পবিত্র হজ প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিথ ছিলেন, জামিয়া কোরআনিয়া নূরে মদিনা মাদরাসার ভাইস প্রিন্সিপাল, মুফতি নূরে আমিন সিদ্দিকী, বিষিষ্টি আলেম মুফতি মামুনুর রশিদ উবায়দী, মাওলানা আলি আজম, মাওলানা আহমদ মাহমুদ আল হাসান, মাওলানা আলী নূর ইসলাম প্রমুখ।  অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সম্মানিত হাজী সাহেবদেরকে এজেন্সির পক্ষ থেকে দুপুরে আপ্যায়নের বিশেষ ব্যবস্থা করা হয়।